by শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (1959)
সমাজের পরিবর্তন, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, জমিদারের অত্যাচার, কুটিলতা ইত্যাদি নিয়েই নাটক। রমেশ জমিদার বংশের হয়েও গরীবদের পাশে থাকে, তাঁদের অধিকার নিয়ে কাজ করে। প্রধান চরিত্র রমা, পারিবারিক দায়বদ্ধতা থেকে গল্পের নায়ক রমেশের বিরুদ্ধে কাজ করে যায় বারবার। যদিও সে রমা রমেশকে ভালবাসে। এভাবেই আগায় নাটকের কাহিনী...